ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির

বাবরী মসজিদে রাম মন্দির নির্মানের সূচনা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ আগস্ট ২০২০ ০০:৩৭; আপডেট: ৬ আগস্ট ২০২০ ০০:৪২

ছবিঃ (সংগৃহিত)


শত শত বছরের ঐতিহ্যমন্ডিত বাবরী মসজিদ ভেঙ্গে ফেলা হয় ভারতের সুপ্রিম কোর্টের রায়ে। মূলত মসজিদটি ভেঙ্গে ফেলার মধ্য দিয়ে রাম মন্দির নির্মানের পথটি সুগম হয়।

বুধবার (৫ আগস্ট ) সে রাম মন্দির নির্মানের সূচনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০ কেজি ওজনের একটি রুপার ইটের মাধ্যমে মন্দির নির্মাণের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। খবর এনডিটিভি

২৯ বছর পর উত্তর প্রদেশের অযোধ্যায় পা রাখেন তিনি। এ সময় সেখানে ভূমিপূজায় অংশ নেন। 

মোট নয়টি শিলগ্রাম শিলার পূজা চলবে অযোধ্যার মন্দির নির্মাণস্থলে।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ভক্তদের কাছ থেকে ‘শ্রী রাম’ লেখা খোদাই করা সংগৃহিত দুই লাখ ইট দিয়েই রামমন্দিরের ভিত তৈরী করা হবে।

মন্দিরটি নির্মানে ব্যয় হবে প্রায় তিনশ কোটি রুপি এবং শেষ হতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে।

বিগত কয়েক দশক ধরে চলমান বিরোধ
যে ভূমিকে নিয়ে সে ভূমিতেই নির্মিত হচ্ছে
রামমন্দির। ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা জমিটিতে থাকা ষোড়শ শতকের বাবরি মসজিদ ভেঙেও ফেলে।

সুপ্রিম কোর্টের রায়ে চলমান বিরোধের অবসান ঘটে। মন্দিরের পক্ষেই রায় দেয় কোর্ট এবং মসজিদ নির্মাণে মুসলমানদের অযোধ্যারই অন্য কোথাও জমি দিতে বলে।

চলমান পরিস্থিতিতেও সামাজিক দূরত্ব না মেনে মন্দির নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনে হাজার হাজার লোকের জমায়েত হয়।

এদিকে মন্দির নির্মাণ উপলক্ষে ভারতজুড়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতাকর্মীরা উৎসব করলেও ভারতের মুসলমানদের অনেকেই দিনটিকে কালোদিবস হিসেবে পালন করছেন।

তবে, মানসিক ভাবে ভেঙ্গে না পড়তে সবাইকে আহবান জানিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এক টুইটে জানিয়েছে, বাবরি মসজিদ একটা মসজিদ ছিল আর থাকবে। অন্যায্য, লজ্জাজনক এবং সংখ্যাগরিষ্ঠকে খুশি করার মতো একটি রায়ের সুযোগ নিয়ে জমির দখল নেয়া হলেও তার অবস্থান বদলাতে পারবে না কেউ।

ভারতের বিভিন্ন গণমাধ্যমসূত্র
এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top