দুবাইয়ে ৬ মাসে মুসলিম হলেন ২০২৭ জন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ জুন ২০২১ ০৪:০২; আপডেট: ৩০ জুন ২০২১ ০৪:০৫

ফাইল ছবি
করোনাকালে দুবাইয়ে গত ৬ মাসে ২ হাজারের বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৯ জুন) সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার এ তথ্য জানিয়েছে। 
 
সংস্থাটির তথ্যমতে, ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২ হাজার ২৭ জন অমুসলিম ইসলামের পতাকাতলে সামিল হয়েছেন। 
 
‘মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার’ দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি) কর্তৃক পরিচালিত হয়। এ সেন্টার বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস, ইসলামি জ্ঞান ও ইসলামের পরিচিত তুলে ধরে। ইসলামিক সংস্কৃতির প্রচার-প্রসারের ক্ষেত্রে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। 
 
সেন্টার ফর ইসলামিক কালচারের পরিচালক হিন্দ মোহাম্মদ লুতা বলেন, ৮০০৬০০ নম্বরে কল করে যেকেউ ইসলাম সম্পর্কে জানতে পারবেন। ইসলামের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করার ইচ্ছে থাকলে তিনি সেন্টারে আসার অনুরোধ জানান।


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top