সুন্দর মৃত্যু লাভে যে দোয়া পড়বেন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১ ০৭:০৩; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৬:৫৮

ফাইল ছবি

প্রত্যেক মুমিনের উচিত কোরআন-সুন্নাহ আঁকড়ে ধরা। কেউ যদি পূর্ণাঙ্গভাবে কোরআন-সুন্নাহ আঁকড়ে ধরতে পারে, তবে সে ঈমানি জীবনযাপন করতে পারবে।

তার ঈমানি ও সুন্দর মৃত্যু হবে। আর ভালো কাজে সম্পৃক্ত থাকার জন্য ভালো মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা আবশ্যক। আল্লাহর রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী জীবনযাপনও জরুরি।

রাসুলুল্লাহ (সা.) শেষ পরিণতি ভালো হতে অনেকগুলো দোয়া শিখিয়েছেন। কোরআনেও অনেক দোয়া এসেছে। একটি দোয়া হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম, ওয়া আসতাগফিরুকা লিমা লা আলাম।

অর্থ : হে আল্লাহ! আমার জানামতে আপনার প্রতি শিরক হয়— এমন ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার আশ্রয় চাই। আর আমার অজান্তে ঘটে যাওয়া শিরকে থেকেও ক্ষমা প্রার্থনা করি। (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৭১৬)

আরেকটি দোয়া হলো-

আরবি :

اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ، يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّت قَلْبِىْ عَلَى دِيْنِكَ

উচ্চারণ : আল্লাহুম্মা মুছাররিফাল কুলুবি ছাররিফ কুলুবানা আলা ত্বাআতিকা। ইয়া মুকাল্লিবাল কুলুবি ছাব্বিত কালবি আলা দিনিকা।

অর্থ : হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমাদের অন্তর তোমার আনুগত্যের দিকে পরিবর্তন কর। হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তর তোমার দীনের উপর দৃঢ় রাখ। (মুসলিম, হাদিস : ২৬৫৪)

আরও একটি সুন্দর দোয়া-

আরবি :

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

উচ্চারণ : রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন।

অর্থ : হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের ধৈর্যদান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। (সুরা আরাফ, আয়াত : ১২৬)

চমৎকার একটি দোয়া-

আরবি :

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

উচ্চারণ : রাব্বানা লা তুযেগ কুলুবানা বা’দা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আংতাল ওয়াহহাব।

অর্থ : হে আমাদের প্রভু! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তর সত্য লঙ্ঘনে ধাবিত করো না; এবং তোমার কাছ থেকে আমাদেরকে অনুগ্রহ দান কর; নিশ্চয় তুমিই সবকিছুর দাতা। (সুরা আলে ইমরান, আয়াত : ০৮)




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top