ইতিহাসের এই দিনে

রাজ টাইমস | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৬; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৬:২৪

ছবি: সংগৃহীত

ইতিহাসের এই দিনে ডানা লাগিয়ে আকাশে উড়েন পাইলট, নিষিদ্ধ হয় প্লাস্টিকের বোতল
ইউভেস রোসি পেশায় একজন পাইলট। বাড়ি সুইজারল্যান্ডে। ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর অনন্য একটি কীর্তি গড়েন তিনি। ফ্রান্সের আকাশে একটি উড়োজাহাজ থেকে ঝাঁপ দেন তিনি। এ সময় রোসির পিঠজুড়ে লাগানো ছিল কার্বন ফাইবারের তৈরি ডানা। ডানায় যুক্ত ছিল চারটি জেট ইঞ্জিন। নিজের বানানো ডানা লাগিয়ে সেদিন ইংলিশ চ্যানেলের ওপর ৩৫ কিলোমিটার বা প্রায় ২২ মাইল উড়েছিলেন রোসি। নেমেছিলেন যুক্তরাজ্যের ডোভার শহরে। এর মধ্য দিয়ে ডানা লাগিয়ে ওড়ার স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে যায় মানুষ।

ঘটনাটি অস্ট্রেলিয়ার বান্দানুন শহরের। ২০০৯ সালের এই দিনে শহর কর্তৃপক্ষ প্লাস্টিকের বোতলে পানি বিক্রি বন্ধ ঘোষণা করে। এটিই বিশ্বের প্রথম শহর যেখানে প্লাস্টিকের বোতলের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরিবেশ সুরক্ষিত রাখতে শহর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিল।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top