ইতিহাসের পাতায় এই দিন

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০ ০৬:৫১; আপডেট: ২ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪২

আজ ০২ সেপ্টেম্বর ২০২০, বুধবার। ১৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ। ১৩ মুহাররাম ১৪৪২ হিজরি সন। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৪ তম (অধিবর্ষে ২৪৫ তম) দিন।

দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা।

৩১-রোমান গৃহযুদ্ধে গ্রিসের পশ্চিম উপকূলের অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টোভিয়ান মার্ক আন্টনি ও ক্লিওপেট্রার সৈন্যদের পরাস্ত করেন।
১৬৪৯- ইতালির ক্যাস্টো শহর পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের মাধ্যমে সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
১৬৬৬- লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ হাজার বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রালসহ)।
১৭৫২- যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।
১৮০১- ওসমানীয় ও ব্রিটিশ সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখে পরাজিত হয়ে ফরাসী বাহিনী মিশর ত্যাগ করতে বাধ্য হয়।
১৯১৪- রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।
১৯৩৯- দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।
১৯৪৫- ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৪৫- জাপান পরাজয় মেনে নিয়ে নিঃশর্ত আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
১৯৪৯- জাপানি আক্রমণে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত হন।
১৯৭০- নাসা (ঘঅঝঅ) দুইটি অ্যাপোলো (অঢ়ড়ষষড়) চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।
১৯৮১- বেলিজ স্বাধীনতা লাভ করে।
১৯৮৫- চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।
১৯৯১- যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বীকৃতি দেয়।

আবু সুফিয়ান/09

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top