সাংবাদিক জয়ের 'অ্যা গ্লিমস টু ক্যাম্পাস জার্নালিজম'

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২১ ০৩:২৯; আপডেট: ১২ মার্চ ২০২১ ০৩:৫১

লেখক জয় ও তার প্রকাশিত বই।

বাজারে এসেছে তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম জয়ের লেখা ইংলিশ রিপোর্টিং শেখার বই 'A Glimpse to Campus Journalism'।

মূলত ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক যারা ইংরেজি দৈনিক সমূহে কাজ করতে চায় তাদের রিপোটিং তৈরীর গাইডলাইন হিসেবে এই বইটি লেখা হয়েছে।

জয় পাবলিকেশন এর প্রকাশিত বইটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নরসিংদী সহ বেশ কিছু জায়গায় বইটি পাওয়া যাচ্ছে।

বইটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছে জয় পাবলিকেশন। তারা ইতিমধ্যে বইটি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন বলেও জানান।

নিজের লেখা প্রথম প্রকাশিত বই বের হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লেখক জাহিদুল ইসলাম জয় বলেন, দীর্ঘ পরিকল্পনার পর বইটা প্রকাশ হয়েছে এবং পাঠকরা হাতে পেয়েছে এটাই আমার সবচেয়ে আনন্দের। মূলত অনুজ সাংবাদিকদের জন্য বইটি লেখা। আগামী দিনেও আরো কিছু বই লেখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top