বৃষ্টি শেষে খেলা শুরু

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩ ০৩:২৫; আপডেট: ১৫ জুলাই ২০২৩ ০৩:২৬

ছবি: সংগৃহীত

সিলেটের আকাশ ম্যাচের শুরু থেকেই মেঘলা ছিল, ছিল বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কায় সত্য হয়ে বৃষ্টি ঝরল। এরপর বৃষ্টি শেষে আবার শুরু হয়েছে খেলা।

এ মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৬৪ রান। সাকিব আল হাসান ১৬ বলে ১৯ ও তাওহিদ হৃদয় ব্যাট করছেন ৮ বলে ৭ রানে।

ভেন্যু পরিবর্তন, ফরম্যাট পরিবর্তন, পরিবর্তন এসেছে উদ্বোধনী জুটিতেও; তবে বদলায়নি চিত্র, বদলায়নি পুরনো গল্প। আবারো ফারুকীর কাছে পরাস্ত উদ্বোধনী জুটি। ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ।

প্রথম ওভারের শেষ বলেই ভেঙেছে উদ্বোধনী জুটি। এর আগে স্কোরবোর্ডে আসে মোটে ৫ রান। ফারুকী বলে উড়ে যায় রনি তালুকদারের স্ট্যাম্প। আউট হবার আগে কেবল একটা বাউন্ডারি হাঁকাতে পারেন তিনি।

৫ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে লড়াই জারি রাখে বাংলাদেশ। ইনিংসের হাল ধরার চেষ্টা করে লিটন-শান্ত জুটি। ওয়ানডেতে সুপার ফ্লপ শান্ত একটা ছক্কা হাঁকিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছিলেন। তবে তা আর হয়নি, বাঁধা হয়ে দাঁড়ান মুজিবুর রহমান।

পাওয়ার প্লের শেষ বলে মুজিবের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। আউট হবার আগে তার ব্যাটে আসে ১২ বলে ১৭ রান। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৭ রান করতে পারে বাংলাদেশ। পরের ওভারেই ওমরজাইয়ের আঘাত, এবার সাজঘরের পথ ধরেন লিটন। ১৯ বলে ১৮ করে ফেরেন রশিদকে ক্যাচ দিয়ে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top