বিশ্বকাপ জয়ের পর প্রথমবার হারল আর্জেন্টিনা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩ ১৪:০৭; আপডেট: ১৮ মে ২০২৪ ১২:১০

- ছবি - ইন্টারনেট

বিশ্বকাপ বাছাইপর্বের আত্মবিশ্বাসী আর্জেন্টিনাকে হারিয়েছে উরুগুয়ে। কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমহারের মতো হারের পেল লিওনেল মেসির দল।

শুক্রবার বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপের ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে উরুগুয়ে। প্রথমার্ধে বল দখল এবং আক্রমণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও, গোল করে ম্যাচে এগিয়ে যায় উরুগুয়ে। প্রথম হাফ শেষ হওয়ার চার মিনিট আগে গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গোলের দেখা পেলেন না মেসি-মারিয়া-মার্টিনেজরা। তবে উরুগুয়ের ডিফেন্স ভাঙতে পারেননি মেসিরা। ম্যাচের ৮৭ মিনিট আর্জেন্টিনার হার নিশ্চিত করতে ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেস।

উরুগুয়ের এই দলটা আর্জেন্টিনার আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল ২-০ গোলে। এবার একই ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাল তারা।

২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর এটিই আর্জেন্টিনার প্রথম হার।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top