সিলেটে ২৮ নভেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ১০:৪৬; আপডেট: ৫ মে ২০২৪ ১২:২৮

- ছবি - ইন্টারনেট

২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজ। সে লক্ষ্য মঙ্গলবার রাতে দুই দফায় ঢাকায় এসে বুধবারই সিলেটে পৌঁছেছে নিউজিল্যান্ড দলের এক অংশ। আজ রাতেও নিউজিল্যান্ড থেকে কয়েকজন ক্রিকেটার ঢাকায় পৌঁছবেন।

ভারতে দীর্ঘ ৪৬ দিন ওয়ানডে বিশ্বকাপের উত্তেজনা শেষে আবারো দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে দেশগুলো। এবার বাংলাদেশের টেস্ট সিরিজে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে ব্ল্যাক-ক্যাপসরা।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের সিলেট পৌঁছানোর আগেই বাংলাদেশ দল সেখানে পৌঁছেছে। টিম সাউদির নেতৃত্বে কিউই দল এই সিরিজে খেলবে। কেন উইলিয়ামসনও দলের সাথে এসেছেন। আছেন বিশ্বকাপে দারুন পারফরম করা রাচিন রাবিন্দ্র।

অন্যদিকে, আঙ্গুলের ইনজুরিতে পড়া সাকিবের জায়গায় তারুণ্য নির্ভর টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, ওপেনার তানজিদ তামিম, মিডল অর্ডার তাওহিদ হৃদয় ও অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদিসহ ওয়ার্ল্ডকাপ দলের ৯ জনই নেই টেস্ট দলে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top