সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৫১; আপডেট: ৪ মে ২০২৪ ০২:১৩

- ছবি - ইন্টারনেট

সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ আগের ম্যাচের একাদশ নিয়েই আজ খেলতে নামছে টাইগাররা। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে এসেছে এক পরিবর্তন। লেগ স্পিনার ইশ সোধির জায়গায় বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার খেলছেন আজ।

সিরিজের প্রথম ম্যাচে সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সেটা ছিল টাইগারদের প্রথম টেস্ট জয়। এবার শান্তর দলের জন্য সিরিজ জয়ের মিশন। মিরপুরের এই টেস্ট জয় বা ড্র করতে পারলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

টেস্টে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ডের জয় ১৩ ম্যাচে আর বাংলাদেশের দুই ম্যাচে। বাকি ৩ ম্যাচে কোনো ফল আসেনি।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top