১৯ জানুয়ারি থেকে বিপিএল শুরু

তিন শহরে ৪৩ দিনে বিপিএলের ৪৬ ম্যাচ

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৪; আপডেট: ৪ মে ২০২৪ ০৯:৩০

ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগটি।

এক সংবাদ বিবৃতিতে সূচিটি প্রকাশ করেছে বিসিবি। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম—মিলিয়ে মোট ৪৩ দিনে হবে ৪৬ ম্যাচের খেলা। ১৯ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম পর্বের ৮ ম্যাচ।

২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব। সিলেট পর্ব শেষে বিপিএল আবার গড়াবে রাজধানীতে। ১০ ফেব্রুয়ারি ঢাকা পর্ব শেষে এবার খেলা হবে চট্টগ্রামে, সাগরিকার পাড়ে। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে হবে ১২ ম্যাচ।

এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় হবে বাকি ম্যাচগুলো।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top