সাকিব-স্মিথসহ আইপিএলে দল পাননি যেসব তারকা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ২২:১২; আপডেট: ৭ মে ২০২৪ ১৫:৩০

- ছবি - ইন্টারনেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৭তম আসরের নিলাম হয়ে গেল আজ। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আইপিএলে এতদিন বেশি দামি ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের তারকা স্যাম কারেন। গত আসরে তাকে ১৮.৫ কোটি রেকর্ড দামে দলে নেয় পাঞ্জাব। তার সেই রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখে দলে নেয় হায়দরাবাদ। অস্ট্রেলিয়ান এই তারকা পেসারকে নিয়েও ব্যাপক লড়াই হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। বেঙ্গালুরু হাল ছেড়ে দিলে কামিন্সকে দলে নেয় হায়দরাবাদ।

নিলামে ছিলেন ৩৩৩ জন ক্রিকেটার। ১০টি দলে জায়গা খালি ছিল মাত্র ৭৭ জন ক্রিকেটারের। যে কারণে অনেক তারকা ক্রিকেটার দল পাননি। এদের মধ্যে ভারতীয় তরুণ ক্রিকেটার সাকিব হোসেন, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথসহ অনেক তারকা।

তবে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদ নিলামের শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন।

নিলামে দল পাননি যেসব তারকা: রাইলি রুশো, স্টিভেন স্মিথ, রিশি ভেনদার ডুসেন, শাই হোপ, জেমস নিশাম, জোশ ইঙ্গলিস, কুশল মেন্ডিস, লুকি ফার্গুসন, জশ হ্যাজলউড, আদিল রশিদ, করুণ নায়ার, মনীশ পান্ডে, ফিল সল্ট, ওয়াকার সালামখেইল, আকিল হোসেইন, ইশ সোধি।

এছাড়াও নিলামে দল পাননি তাবরিজ শামসি, মুজিবউর রহমান, রোহান কুন্নুম্মল,সৌরভ চৌহান, প্রিয়াংশ আর্য, মনন ভোহরা, মোহাম্মদ আরশাদ খান, সরফরাজ খান, রাজ বাওয়া, বিভ্রান্ত শর্মা, অতিত শেঠ, হৃতিক শোকিন, উরভিল প্যাটেল, বিষ্ণু সোলাঙ্কি, কুলদীপ যাদব, ইশান পোরেল, শিব সিং, মুরুগান অশ্বিন, পুলকিত নারাং, ফিন অ্যালেন, কলিন মুনরো, কায়েস আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, কিমো পাওয়েল, ওডিয়ান স্মিথ, দুষ্মন্ত চামেরা, বেন দ্বারশুইস, ম্যাট হেনরি, টাইমাল মিলস, অ্যাডাম মিলনে, ল্যান্স মরিস, সন্দীপ ওয়ারিয়ার, লুক উড, স্বস্তিক চিকারা, ঋত্বিক ইশ্বরন, হিম্মত সিং, শশাঙ্ক সিং, সুমিত ভার্মা, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, কমলেশ নগরকোটি, প্রদোষ রঞ্জন পল, জি অজিতেশ, গৌরব চৌধুরী, বিপিন সৌরভ, কে এম আসিফ, সাকিব হোসেন, মোহাম্মদ কাইফ, অভিলাষ শেঠি, গুরজাপনিত সিং, পৃথ্বীরাজ ইয়ারা ও শুভম আগরওয়াল।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top