শনিবার নেপিয়ারে সান্ত্বনার জয় পাবে কি বাংলাদেশ?

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৭; আপডেট: ৭ মে ২০২৪ ২৩:১৪

- ছবি - ইন্টারনেট

ডানেডিনে ৩০ ওভারের প্রথম ওয়ানডে ম্যাচে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার নেলসনে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সৌম্য সরকারের বীরোচিত ১৬৯ রানের ইনিংসের পরও দল হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।

শনিবার ভোর চারটায় নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নেপিয়ারে সান্ত্বনার জয় পাবে কি বাংলাদেশ?

এই ম্যাচে হারানোর কিছু নেই বাংলাদেশের। তবে পাওয়ার আছে অনেক কিছু। নিউজিল্যান্ডের মাটিতে যে এখনো ১৮ ওয়ানডেতে জয়হীন বাংলাদেশ! এই সফরের আগেই টানা ১৬ ওয়ানডে ম্যাচে হেরেছে লাল-সবুজরা। চলতি সিরিজেও টানা দুই ম্যাচে জয় অধরাই থাকে। নাজমুল হোসেন শান্তর দল কাল আরেকবার চেষ্টা করবে হারের বৃত্ত ভাঙতে।

তৃতীয় ওয়ানডে জিতলে সিরিজের ব্যবধান কমার পাশাপাশি তিন ম্যাচের টি২০ সিরিজের আগে আত্মবিশ্বাসও পাবে সফরকারী বাংলাদেশ দল। আর হারলে কিউইদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পাবেন শান্ত-লিটনরা।

আগের দুই ম্যাচে বাংলাদেশের লড়াই নিয়ে কিউই তারকা রাচিন রবীন্দ্র বলেছেন, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কখনো কখনো তারাই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। তারা আমাদের প্রতিনিয়ত চাপে রাখছে। নিজেদের দিনে বাংলাদেশ ভালো দল।

জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় নিউজিল্যান্ড। বিশ্বকাপে তারকা হিসেবে আবির্ভুত হওয়া রাচিন বলেন, ‘নেলসনে সময়টা ভালো কেটেছে। আশা করছি এখানে (নেপিয়ারে) জয় দিয়েই সিরিজ শেষ করব।’

ম্যাকলিন পার্কে চার বছর পর ওয়ানডে ক্রিকেট ফিরছে। ২০১৯ সালে এই মাঠের সর্বশেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল নিউজিল্যান্ড।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top