যে কারণে পাঁচ দিন আগেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪ ২২:২৯; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৮
সাদা পোশাকের সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবার কথা ছিলো বাংলাদেশর। কিন্তু দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে পাঁচ দিন আগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। এমনটায় জানা যায় ক্রিকবাজের এক প্রতিবেদনে।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘ভ্রমণে কড়াকড়ি থাকায় আমরা তাদেরকে (বিদেশি কোচিং স্টাফ) অনুশীলন সেশনে আসার জন্য বাধ্য করতে পারি না। আসলে শহরের বেশি কিছু পুলিশ স্টেশন এখনও কার্যক্রম শুরু না করায় উদ্বেগ বাড়ছে। আমরা দলকে আগেভাগে পাকিস্তানে পাঠাতে কাজ করছি।’
অর্থাৎ, ১২ আগস্ট সোমবার পাকিস্তানে উড়াল দিবে নাজমুল হোসেন শান্তর দল। পূর্বপরিকল্পিত সময়ের পাঁচ দিন আগেই রওনা হচ্ছে বাংলাদেশের টেস্ট দল। আগামী ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে এই টেস্ট সিরিজ। আর ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টটি করাচিতে অনুষ্ঠিত হবে। ম্যাচ দুইটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন অ্যাম্বাসি ভ্রমণে কড়াকড়ি আরোপ করায় বিদেশি কোচিং স্টাফরা অনুশীলন সেশনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, স্পিন পরামর্শক মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ ডেভিড হেম্প এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি আছেন বিদেশি কোচের তালিকায়।
এর আগে ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ কদিন আগে রিপোর্ট করেছিল, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে অতিথি দলকে আগেভাগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানাতে প্রস্তুত। রাওয়ালপিন্ডিতে সব ধরনের অনুশীলন সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছিল তারা।
সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলছেন। আগামীকাল দল ঘোষণার পর স্কোয়াডে তাদের জায়গা হলে তারা দুজন সরাসরি পাকিস্তানে যাবেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: