কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩২; আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৫

ছবি: সংগৃহিত

শঙ্কাই সত্য হলো। বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।

আজ শনিবার সকালে বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি দু’দলের খেলোয়াড়রা।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ।

ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে আউট হন। দিন শেষে ৭টি চারে মুমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত ছিলেন।

ভারতের আকাশ ৩৪ রানে ২ এবং অশ্বিন ২২ রানে ১ উইকেট নেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top