তাইজুলের পাঁচে বাংলাদেশের পাঁচ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ১২:৪৩; আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০৪:৫২

ছবি: সংগৃহীত

তাইজুল ইসলামের হাত ধরেই এলো উদযাপনের উপলক্ষ। ম্যাচে কিছুটা হলেও ফিরল বাংলাদেশ। যদিও দেরি হয়ে গেছে অনেক, তবুও স্বস্তি দেবে নিশ্চয়ই। মাত্র ৫ রানের মাঝে ৩ উইকেট নিয়েছেন তাইজুল।

২ উইকেটে ৩৮৬ থেকে ৩৯১ রানে নেই ৫ উইকেট। বড় ধাক্কাই খেল দক্ষিণ আফ্রিকা। সবগুলো উইকেটই নিয়েছেন তাইজুল, সব মিলিয়ে পেয়েছেন ১৪তম বারের মতো ৫ উইকেটের দেখা।

যদিও এখনো প্রোটিয়াদের থামাতে বহু পথ বাকি, অনেক রান তুলে নিয়েছে তারা। তবে তাইজুলের এমন রূপ কিছুটা হলেও ভড়কে দেবে দক্ষিণ আফ্রিকাকে।

এর আগে হতাশার প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ঘণ্টায় কোনো উদযাপনের উপলক্ষ পায়নি স্বাগতিকরা। উল্টা ডি জর্জি ও বেডিংহাম হয়ে উঠেন ভয়ের কারণ।

ক্যারিয়ার সেরা ১৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ডি জর্জি বুধবার সকাল সকাল পৌঁছে যান দেড় শ’ রানের মাইলফলকে। বেডিংহামও কম যাননি, ১৮ রান নিয়ে দিন শুরু করা এই প্রোটিয়া তুলে নেন ফিফটি।

১৪৮ বলে ১১৬ রান তোলেন তারা। তবে বেডিংহামকে ফিরিয়েই এই জুটি ভাঙেন তাইজুল। ৯৮.২ ওভারে বেডিংহাম আউট হন ৫৯ রানে। নিজের পরের ওভারে এসে ডি জর্জিকেও ফেরান তাইজুল।

ক্যারিয়ার সেরা ইনিংস খেলা জর্জি আউট হন ২৫৯ বলে ১৭৭ রান করে। পরের ওভারে আবারো আঘাত এই স্পিনারের, কাইল ভেরেইনাকে ফিরিয়ে পূরণ করেন ৫ উইকেটের মাইলফলক। ৩৯১ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এই মুহূর্তে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৪০৪ রান। রিচিল্টন ও মুল্ডার দু’জনেই ব্যাট করছেন ৭ রানে।

এর আগে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ৩৩ রান করে শুরুতে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top