ফের শীর্ষে বুমরা, ১৬ ধাপ এগিয়েছেন তাসকিন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪ ১৮:৩৪; আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৪:২৮
বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সফরকারীরা। অজিদের হারানোর ম্যাচে বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন জশপ্রীত বুমরা। দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন ৮ উইকেট। দুর্দান্ত পারফর্ম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি, ফের তিনি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেছেন।
পার্থে দুর্দান্ত রেকর্ড গড়ার পর বুমরার রেটিং পয়েন্ট এখন ৮৮৩। ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও এটি। ৮৮৩ পয়েন্ট নিয়ে সাদা পোশাকের বোলারদের র্যাঙ্কিংয়ে এখন শীর্ষে ১ নম্বরে।
বুমরা টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম শীর্ষে ওঠেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে। ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টে ১ নম্বর বোলার হয়েছিলেন তিনি। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে সবশেষ শীর্ষে ছিলেন কাগিসো রাবাদা। রাবাদাকে সরিয়েই শীর্ষে ওঠেছেন রাবাদা। রাবাদা নেমে গেছেন দুইয়ে।
এদিকে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট নেন তিনি। তিনিও পৌঁছেছেন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টে, ৩৮৩ পয়েন্টের তাসকিন এগিয়েছেন ১৬ ধাপ, এখন আছেন ৫১ নম্বরে। তবে তাসকিন আগালেও পিছিয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজ। ৫ ধাপ পিছিয়ে তাইজুল আছেন ২৩ নম্বরে আর মিরাজ ১ ধাপ পিছিয়ে আছেন ২৬ নম্বরে।
পার্থ টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন যশ্বসী জয়সোয়াল। ভারতীয় এই ওপেনার রেটিং পয়েন্ট এখন ৮২৫ যা তার ক্যারিয়ার সর্বোচ্চ। র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে তিনি আছেন ২ নম্বরে। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে ফিফটি কর ট্রাভিস হেড ৩ ধাপ এগিয়ে শীর্ষ দশে ওঠে এসেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: