ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩; আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২২:৫২

ছবি: সংগৃহিত

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ক্যাটাগরিতে ১২’শ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২০ জন বৃত্তি প্রত্যাশী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

শনিবার সকাল ১০ টায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯০মিনিট সময় নিয়ে এই বৃত্তি পরীক্ষা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় মাধ্যমিক বৃত্তি’র সমন্বয়ক ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির, বিশিষ্ট সমাজসেবক মো. হানজালা, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, আগ্রাদ্বিগুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোজাফফর রহমান, রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এস এম মাহাবুব উর রহমান, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, ভাতকুন্ড কে,এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও প্রাথমিক বৃত্তির সমন্বয়ক আবু মুছাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাপার সম্পাদক মো. আলমগীর কবির জানান, ইউনিয়ন ভিত্তিক ৩ শ্রেনিতে ট্যালেন্ট ও সাধারণ গ্রেডে মোট ০৪ জন এবং থানা ট্যালেন্টপুলে ৫ সহ মোট ৬০ জনকে মাধ্যমিক বৃত্তি প্রদান করা হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top