বিপিএলের প্লেঅফ খেলবে যে ৪ দল

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০; আপডেট: ১২ মার্চ ২০২৫ ১০:৩২

- ছবি - ইন্টারনেট

সমালোচনা আর বিতর্ক থাকলেও এবারের বিপিএল জমে উঠেছে বেশ। ইতোমধ্যে শেষ হয়েছে উত্তেজনায় ঠাসা লিগ পর্ব। এতটাই নাটকীয়তা ছিল যে সেরা চারের অবস্থান মেলাতে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত।

অনিশ্চয়তায় ভরপুর ছিল এবারের লিগ পর্ব। রংপুর রাইডার্স যেমন টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লেঅফ নিশ্চিত করেও থাকতে পারেনি শীর্ষ দু’য়ে, খেলবে হবে এলিমিনেটরে।

তেমনি ঘুরে দাঁড়িয়ে চট্টগ্রাম কিংস খেলবে কোয়ালিফায়ার পর্ব। অথচ দুই ম্যাচ আগেও তাদের প্লেঅফ ছিল অনিশ্চিত। অন্যদিকে শেষ ম্যাচে এসে সেরা চার নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।

রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচ গড়াবে আগামীকাল সোমবার। দুপুর দেড়টায় মিরপুরে মুখোমুখি হবে দু’দল। যেখানে হারলেই শেষ বিপিএল যাত্রা।

অন্যদিকে জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তারা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটার সাথে। প্রথম কোয়ালফায়ারে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।

যেখানে জয়ী দল উঠে যাবে ফাইনালে। হারলেও অবশ্য থাকছে ফাইনালে ওঠার সুযোগ। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হবে তাদের। বুধবার গড়াবে দ্বিতীয় এই ম্যাচ।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়াদলগুলো হলো ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top