নতুন বিতর্ক চ্যাম্পিয়নস ট্রফিতে, যা বলছে পিসিবি-আইসিসি
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:৩৫

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বাজল ভারতের জাতীয় সঙ্গীত, চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন বিতর্ক। ভারতের জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, চেয়েছে এই ঘটনার ব্যাখ্যা।
পিসিবির একজন কর্মকর্তা বলেছেন, এটি একটি আইসিসি টুর্নামেন্ট, তাই মিউজিক প্লেলিস্টটি আইসিসি তৈরি এবং বিতরণ করেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ভুলভাবে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজানোর পরে পিসিবি আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে।
পিসিবি ও আইসিসি বিব্রতবোধ করার পাশাপাশি বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলেছে। উভয়পক্ষ জানিয়েছে, আমাদের সঙ্গে চুক্তিতে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছে।
লাহোরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচের শুরুতে ভারতীয় জাতীয় সঙ্গীত বেজে উঠল। কয়েক সেকেন্ড বাজার পরেই দর্শকদের চিৎকারে বন্ধ করে দেওয়া হয় সেই সঙ্গীত। স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা লাগানো না হলেও ভুলবশত জাতীয় সঙ্গীত বাজিয়ে দেওয়ায় বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
হতবাক হয়ে যায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কারণ তাঁরা অপেক্ষা করছিলেন নিজের দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। তখনই চমক।
এর আগে বাংলাদেশ-ভারত ম্যাচে সরাসরি সম্প্রচারিত ফিডে টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজকদের নাম ছিল না স্ক্রিনের কোণায়। পুরো ম্যাচেই লোগোতে ছিল না পাকিস্তানের নাম। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে লোগোর নিচে পাকিস্তানের নাম ছিল।
সেই ঘটনারও ব্যাখ্যা দিয়েছিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, প্রযুক্তিগত ভুলের কারণে এমন ঘটেছে। সেই সঙ্গে পরবর্তী কোনো ম্যাচে আর এমন ঘটনা ঘটবে না বলে নিশ্চিত করেছিল।
আপনার মূল্যবান মতামত দিন: