বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি আজ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১১:৩৬; আপডেট: ২০ জুলাই ২০২৫ ২১:০৩

দীর্ঘদিন পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়খরা কাটানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।
আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি।
এই সিরিজটি অবশ্য ভবিষ্যত্ ট্যুর প্লানে (এফটিপি) ছিল না। বিসিবি ও পিসিবির আলোচনার মাধ্যমে আলোর মুখ দেখেছে এটি। এর আগে ২০২১ সালে বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। মিরপুরে সেই সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এ পর্যন্ত দুই দলের ২২ দেখায় ১৯ বার জয়ী হয়েছে পাকিস্তান, মাত্র ৩টি জয় বাংলাদেশের। লাল-সবুজের প্রতিনিধিদের সবশেষ জয়টি এসেছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা।
বিশেষ করে ২০১৫ সালের জয়টি ছিল ঐতিহাসিক- মিরপুরেই অনুষ্ঠিত একমাত্র ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এবারও মঞ্চ সেই মিরপুর, আবারও সুযোগ সামনে- গ্যালারিতে সেই স্বপ্ন ফেরার প্রত্যাশা।
আপনার মূল্যবান মতামত দিন: