বাংলাদেশের লক্ষ্য ১৩৭

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ২০:৫৪; আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ০৪:৫৭

- ছবি - ইন্টারনেট

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। তাতে বেশিদূর যেতে পারেনি ডাচরা। নিয়মিত উইকেট হারিয়ে সফরকারীদের ইনিংস থামে ১৩৬ রানে।

নেদারল্যান্ডসের হয়ে কেউ ৩০ রানের ঘরে যেতে পারেননি। সর্বোচ্চ ২২ রান করেছেন তেজা নিদামানুরুর। ৮ বলে এক চারে ১৩ রানে অপরাজিত ছিলেন আরিয়ান দত্ত।

বাংলাদেশের হয়ে দারুন বোলিং করেছেন তাসকিন আহমেদ। ২৮ রানে ৪ উইকেট নেন তাসকিন । মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল‍্যান্ডস: ২০ ওভারে ১৩৬/৮ (ও’ডাউড ২৩, ভিক্রামজিৎ ৪, নিদামানুরু ২৬, এডওয়ার্ডস ১২, শারিজ ১৫, ক্রোস ১১, ক্লেইন ৯, প্রিঙ্গল ১৬, আরিয়ান ১৩*; মেহেদি ৪-০-২১-০, শরিফুল ৪-১-৩০-০, তাসকিন ৪-০-২৮-৪, মুস্তাফিজ ৪-০-১৯-১, রিশাদ ২-০-১৬-০, সাইফ ২-০-১৮-২) ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top