বাংলাদেশের বিপক্ষে হার নিয়েই আক্ষেপ রশিদ খানের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৭; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৮

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে এবারের আসরে আফগানিস্তানের যাত্রা শেষ হয়েছে গতকাল রাতেই। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আফগানদের। তিন ম্যাচের দুইটিতে হারায় বেজে গেছে বিদায় ঘন্টা। লঙ্কানদের কাছে হেরে বিদায় নিশ্চিত হলেও বাংলাদেশের বিপক্ষে এর আগের ম্যাচের হার নিয়ে আক্ষেপ করলেন রশিদ খান।

শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের হারের আগে বাংলাদেশের কাছে হেরেছে আফগানরা। টাইগারদের ১৫৪ রানের সংগ্রহ তাড়া করতে নেমে আফগানরা ১৪৬ রানে গুটিয়ে যায়। ৮ রানের জয় পায় বাংলাদেশ।

এই ম্যাচ জিতলে সমীকরণ অন্যরকম হতে পারতো আফগানদের জন্য। বিদায় নিশ্চিত হওয়ার পর রশিদ খানও এটা নিয়েই আক্ষেপ করলেন।

তিনি বলেন, ‘আগের ম্যাচটিতে জয়ের দারুণ সুযোগ ছিল আমাদের সামনে। কিন্তু সেই ম্যাচে ১৫৫ রান তাড়া করে আমরা জিততে পারিনি। অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে এসব হয়েই থাকে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সামনে আর এমন ভুল করা যাবে না।’

লঙ্কানদের বিপক্ষে গতকাল বড় সংগ্রহ গড়েও হারের কারণ হিসেবে রশিদ বলেন, ‘বোলারদের ভালো করা উচিত ছিল। আমাদের বোলাররা সেটা করতে পারেনি। আমাদের হারের কারণ এটাই। অবশ্য এ ধরনের উইকেটে কাজটা কঠিন। এটা প্রথাগত স্পিনিং উইকেট ছিল না। দুবাইয়ের চেয়ে আলাদা ছিল। এখানে ভালো শট খেলতে পারলে ১৭০–১৮০ রান তাড়া করা যায়।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top