দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ পাকিস্তান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১ ০৩:৫৯; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৫:৪৩

পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো পাকিস্তানের নারী ক্রিকেট দল।

সফরের প্রথম ম্যাচে তীরে গিয়ে তরী ডুবে পাকিস্তানের। স্বাগতিকদের ২০০ রানে গুটিয়ে দিয়েও লড়াই করে মাত্র ৩ রানের জন্য হেরে যায় পাকিস্তান।

দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। টাগেট তাড়া করতে নেমে দ্বিতীয় ম্যাচেও লড়াই করে হেরে যায় পাকিস্তান। মাত্র ১৩ রানের জন্য জয়ের দেখা পায়নি।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ২০২ রানের টার্গেট তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৩২ রানে হারে পাকিস্তান।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। উদ্বোধনীতে ৭৯ রান করা দলটি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০১ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ ও ৪৯ রান করেন লরা ওলবার্ড ও লিজেল লি। পাকিস্তানের হয়ে ডিনা বেগ নেন সর্বোচ্চ ৪ উইকেট।

টার্গেট তাড়া করতে নেমে ১২ রানে দুই উইকেট হারানো পাকিস্তান নারী দল এরপর ৪৪ রানে হারায় তৃতীয় উইকেট। এরপর সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ৪৮ ওভারে ১৬৯ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক জাভেরিয়া খান।

 

সূত্র: যুগান্তর




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top