ফিফার সভাপতির বিরুদ্ধে সুইস প্রসিকিউটরের মামলা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২০ ০৩:৩১; আপডেট: ৩১ জুলাই ২০২০ ০৩:৫৬

গোপন বৈঠকে উদ্ভূত সমস্যা নিরসনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছেন এক সুইস প্রসিকিউটর।

সুইজারল্যান্ডের প্রসিকিউটর জেনারেল মাইকেল লাওবেরের এবং ফিফা প্রধানের মধ্যে অনুষ্ঠিত এক ‘গোপন বৈঠক' কে ঘিরে মামলাটি উদ্ভূত, এপির প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

রাজধানী বার্নের এক হোটেলে ২০১৭ সালের জুনে নিজেদের মধ্যে গোপন বৈঠক হয়। তবে বৈঠকের বিষয় তারা কিছুই জানান নি।

তবে, তাদের দুজনের বিরুদ্ধে ‘বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ থাকার’ অভিযোগ ওঠার পর তদন্ত করেন প্রসিকিউটর স্টেফান কেলার।

এদিকে, লাওবের বিরুদ্ধে অভিযোগ উঠার পর গত সপ্তাহে পদত্যাগ করেছেন তিনি।

অফিসিয়ালি জানা গেছে, কেলার একইসঙ্গে ইনফান্তিনো ও এক আঞ্চলিক প্রসিকিউটর রিনাল্ডো আর্নল্ডের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন। আর লাওবেরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর অনুমোদন চেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো।

খবর-বিডি নিউজ
এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top