আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২১ ০২:৩৬; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৪:৩৪

টেস্ট সিরিজে ড্র করলেও টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে ৩-০তে ধবলধোলাই জিম্বাবুয়ে।
শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে ১৮৩ রান করে ৪৭ রানের জয় পায় আফগানিস্তান।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৯৮/৫ রান করে ৪৮ রানে জিতে আসগর আফগানের নেতৃত্বাধীন দলটি। দ্বিতীয় ম্যাচে ১৯৩/৫ রান করে মোহাম্মদ নবির অলরাউন্ড নৈপুণ্যে ৪৫ রানে জিতে আফগানিস্তান।
শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে নজিবুল্লাহ জাদরানের ৩৫ বলের অপরাজিত ৭২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৩ রান করে আফগানিস্তান।
টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১০.৩ ওভারে ৫৬ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে আর খেলায় ফিরতে পারেনি। হোয়াইটওয়াশ এড়াতে নেমে হারে ৪৭ রানে।
এ নিয়ে টানা অষ্টম ম্যাচে হারল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে অতীতের টানা ১৬ ম্যাচে পরাজয়ের বাজে রেকর্ড আছে জিম্বাবুয়ের।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৮৩/৭ (নজিবুল্লাহ ৭২*, উসমান গনি ৩৯, আসগর ২৪)।
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৬/৫ (সিকান্দার রাজা ৪১*, রায়ান বুর ৩৯*, তারিশি মুসাকান্দা ৩০)।
ফল: আফগানিস্তান ৪৭ রানে জয়ী।
আপনার মূল্যবান মতামত দিন: