পৃথিবীকে বিদায় জানালেন ভারতের সাবেক ওপেনার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০ ০২:০৪; আপডেট: ১৭ আগস্ট ২০২০ ০৩:০১

প্রয়াত ক্রিকেটার চেতন চৌহান

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এবার পৃথিবীকেই বিদায় জানাতে হল করোনাক্রান্ত ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহানকে।

দীর্ঘ এক মাস হাসপাতালে মৃত্যুর প্রহর গুনে ৭৩ বছর বয়সে জীবনের সাঙ্গলীলা ত্যাগ করেন ভারতের সাবেক এই ওপেনার।

করোনাক্রান্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে কিডনি ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন ৭০ দশকের এই তারকা ক্রিকেটার। 

১৯৬৯ সালে ভারতের জাতীয় ক্রিকেটে পা রাখেন চৌহান। ১৯৮১ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত ভারতের জার্সিতে খেলেছেন ৪০ টেস্ট ও সাত ওয়ানডে। টেস্টে কোনো সেঞ্চুরি নেই তাঁর, ১৬ হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ২০৮৪। সাতটি ওয়ানডেতে মোট রান ১৫৩। সুনীল গাভাস্কারের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটিটা বিখ্যাত ছিল ভারতে, দুজন মিলে ১০ বার এক শোরও বেশি রানের জুটি গড়েছেন, করেছেন তিন হাজারেরও বেশি রান।

অবসর গ্রহণের পর ক্রিকেট অঙ্গনে বেশকিছু দায়িত্ব পালন করেন চৌহান। দিল্লি ক্রিকেট সংস্থার সচিব থেকে শুরু করে হয়েছিলেন সভাপতিও। ভারতের অস্ট্রেলিয়া সফরে একবার হয়েছিলেন দলের ম্যানেজারও।

রাজনীতিক অঙ্গনে ও সফল পদচারণা রয়েছে এই সাবেক ক্রিকেটারের। দুইবার উত্তর প্রদেশের সাংসদ হয়েছে, একবার হয়েছেন মন্ত্রী।

অসুস্থ হওয়ার পর তাকে লক্ষ্মৌর সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে।

খবর-প্রথম আলো
এসএইস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top