বিজেপিতেই কি যোগ দিবেন 'ক্যাপ্টেন কুল'?

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০ ০১:১২; আপডেট: ১৮ আগস্ট ২০২০ ০১:১৫

ছবিঃ (সংগৃহিত)

ক্রীড়াঙ্গনের স্বর্ণালী ক্যারিয়ারের অবসান ঘটিয়ে ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি।

অবসর গ্রহণের পর ভারতের এই ‘ক্যাপটেন কুল’ কে দেখা যাবে শুধু আইপিএলে।

এদিকে অবসর পরবর্তী ধোনীর জীবন নিয়ে ভক্তদের মাঝে তৈরী হয়েছে নানা জল্পনা কল্পনা।

সেই জল্পনা-কল্পনায় আরো রসদ জুগিয়ে দিলেন ভারতের সরকার দলীয় (বিজেপি) সংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামী।

তিনি টুইট করেন, প্রশ্ন উঠেছে সতীর্থ গৌতম গাম্ভীরের মতো বিজেপিতে যোগ দেবেন ধোনি?

ধোনির ক্রিকেট জীবনের অভিজ্ঞতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর আশা প্রকাশ করে তিনি রোববার (১৬ আগস্ট) এক টুইটে বলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামী টুইট করেন, ‘মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু সব কিছু থেকে নয়। নানান প্রতিকূলতার মধ্যে ধোনির লড়াই করার ক্ষমতা, দলকে নেতৃত্ব দেয়ার যে দক্ষতা আমরা ক্রিকেট মাঠে দেখেছি, তা ব্যবহারিক জীবনেও প্রয়োজন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই করা উচিত ধোনির।’

গুঞ্জনের ঢেউয়ে নতুন মাত্রা এনে দিল বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা টুইটও। টুইটে অমিত শাহ লেখেন, ‘নিজের খেলা দিয়ে ধোনি লাখ লাখ মানুষকে আনন্দ দিয়েছে। আশা করছি, আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে আরও অনেক শক্তিশালী করে তুলতে এগিয়ে আসবেন তিনি। তার ভবিষত্যের জন্য অনেক শুভেচ্ছা রইল। বিশ্বক্রিকেট হেলিকপ্টার শটটি মিস করবে।’

ধোনি যে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন এমন ধারণা মোটামুটি তার ভক্তদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে।

এদিকে সোশ্যাল জগতে ভাসতে শুরু করেছে মিত শাহের সঙ্গে ধোনি করমর্দন করছেন এমন একটি পুরনো ছবি।

টুইটারে, ফেসবুকে সবার প্রশ্ন, তবে কি ধোনি বিজেপিতে যোগ দিচ্ছেন?

‘ধোনিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।’ বলে এমন আবেগী পোস্ট ও করেছেন অনেকেই।

তবে যাকে ঘিরে এত সব গুঞ্জন তার কাছ থেকে এ বিষয়ে কোন বক্তব্য আসে নি।

খবর-ওয়ান ইন্ডিয়া
এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top