টাইগারদের ব্যাটিং কোচ হচ্ছেন ম্যাকমিলান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট ২০২০ ০১:০৩; আপডেট: ২১ আগস্ট ২০২০ ০১:৫০

ক্রেইগ ম্যাকমিলান

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বল্প সময়ের জন্য তাদের আলোচনা ও সেরেছে সাবেক এই ক্রিকেটার তারকার সাথে।

দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি টাইগারদের সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছেন। তবে টেস্টের জন্য আলাদা ব্যাটিং পরামর্শক না থাকায় ঐ দায়িত্বটাও পালন করে আসছেন সাবেক এ প্রোটিয়া ব্যাটসম্যান। কিন্তু শ্রীলংকা সফরের টেস্ট সিরিজের জন্য তাকে এখনো রাজি করাতে পারেনি বিসিবি।

শ্রীলঙ্কার উদ্দেশ্যে সেপ্টেম্বরেই রওনা দেবে টাইগার বাহিনী। খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ যা শুরু হবে অক্টোবরে। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই বাড়তি দায়িত্ব পালন করে আসছেন ৪৪ বছর বয়সী ম্যাকেঞ্জি। সীমিত ওভারের ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ এই ব্যাটিং পরামর্শকের কাজে বেশ সন্তুষ্ট বিসিবি।

মূলত, ম্যাকেঞ্জি তিন ফরম্যাটের ক্রিকেটে আগ্রহী না হওয়ায় বিসিবির এমন পদক্ষেপে পা বাড়াতে হচ্ছে। সেই কথাটিই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘ম্যাকেঞ্জির শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তাকে আগ্রহী বলে মনে হচ্ছে না। আর এরকম কিছু হলে আমাদের বিকল্প খুঁজতে হবে’।

ক্রেইগ ম্যাকমিলানের নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত না হলে ও শীগগীর বাকি সম্ভাব্যদের নিয়ে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে জানান তিনি।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top