রিয়ালের সাথে চুক্তি নয়ায়ন করলেন বেনজেমা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট ২০২১ ২৩:৫২; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫

ফাইল ছবি

রিয়াল মাদ্রিদের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত তিনি রিয়ালেই থাকছেন বলে নিশ্চিত করেছে ক্লাব সূত্র।

৩৩ বছর বয়সী বৈচিত্র্যময় এই স্ট্রাইকার ২০০৯ সালের লিঁও থেকে মাদ্রিদে যোগ দিয়েছেন। তারপর থেকে গ্যালাকটিকোদের জার্সি গায়ে খেলেছেন ৫৬০টি ম্যাচ। চলতি মৌসুম রিয়ালে বেনজেমার ১৩তম মৌসুম। গত বছর তিনি লা লিগার সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন।

চুক্তি নবায়নের পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাথে দাঁড়ানো একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করেছেন বেনজেমা। সেখানে দেখা যাচ্ছে- দুজনেই একটি জার্সি হাতে দাঁড়িয়ে রয়েছেন যেখানে বেনজেমার নামের নিচের ২০২৩ সংখ্যাটি লেখা রয়েছে।

চুক্তির ব্যাপারে বেনজেমা বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্লাবের সাথে আমার গল্পটা আরো কিছু দিন চলবে। এখানে থাকতে পারাটা সত্যিই সম্মানের। দীর্ঘ সময় আমার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।’

দলের হয়ে সর্বোচ্চ অবদান রাখান জন্য ক্লাবের পক্ষ থেকেও বেনজেমাকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, মাদ্রিদের জার্সি গায়ে এই ফরাসি স্ট্রাইকার সম্ভ্যাব্য সব কিছুই জয় করেছে, ১৯টি শিরোপা তার দখলে রয়েছে।

এর মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপীয়ান সুপার কাপ, তিনটি লা লিগা, দুটি স্প্যানিশ কাপ ও তিনটি স্প্যানিশ সুপার কাপ রয়েছে। ফুটবলীয় দক্ষতা দিয়ে সে মাদ্রিদের সকল সমর্থকের হৃদয় জয় করে নিয়েছে।

রোনালদো ও সার্জিও রামোসের ছায়ায় বেনজেমা দীর্ঘ সময় ধরে লাইমলাইটের বাইরে চলে গিয়েছিলেন। কিন্তু তিন বছর আগে রোনালদো জুভেন্টাসে পাড়ি জমালে নিজের সেরাটা প্রমাণ করেন বেনজেমা।

গত তিন বছর সম্ভবত তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন মাদ্রিদে। এ বছর রামোসও রিয়াল ছেড়ে পিএসজিতে চলে গিয়েছেন। এ কারণে দলের মূল সিনিয়র খেলোয়াড় ও ভরসার জায়গা এখন বেনজেমা।

নতুন চুক্তিতে বেনজেমার রিলিজ ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন ইউরো যা চুক্তিটিকে অনেকটাই সমৃদ্ধ করেছে।

 


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top