এবার পুঁজিবাজারেও সাকিব
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১০:০২; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৭:৫৬

এবার পুঁজিবাজারেও সাকিব আল হাসান। পুঁজিবাজারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এল আর গ্লোবালে যুক্ত হলেন দেশসেরা দুই ক্রীড়াবিদ নিয়াজ মোর্শেদ ও সাকিব আল হাসান।
প্রতিষ্ঠানটিতে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ও দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার দাবাড়ু নিয়াজ।
পুঁজিবাজারের অন্যতম প্রধান সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন, এল আর গ্লোবালের সঙ্গে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আশা করি, সামনে একসঙ্গে অনেক ভালো কিছু করতে পারব।
দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বলেন, সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে দাবার মতো। খুব গুছিয়ে খেলতে হয়, হিসাব করে খেলতে হয়। বাংলদেশে অনেক সম্পদ ব্যবস্থাপক এটাকে পোকারের মতো খেলে। কিন্তু এল আর গ্লোবাল খুব গুছিয়ে এ কাজটি করে এবং বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দেয়।
দুই ক্রীড়াবিদের পাশাপাশি এল আর গ্লোবালের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক রেজাউর রহমান সোহাগ।
শনিবার রাতে ঢাকার গুলশানে এক হোটেলে এল আর গ্লোবালের এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম নতুন উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেন।
সূত্র: যুগান্তর/এএস
আপনার মূল্যবান মতামত দিন: