কোহলির রেকর্ড ভাঙলেন আয়ার্ল্যান্ডের পল স্টার্লিং

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১ ১৩:২৫; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৯:১০

কোহলি-স্টার্লিং

ভারত অধিনায়ক বিরাট কোহলির ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিন ফরম্যাটে কোহলি একের পর রেকর্ড গড়া ও ভাঙার কাজ দায়িত্ব সহকারে পালন করে চলেছেন। তবে কোহলির এক রেকর্ড এবার ভেঙে দিলেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং। টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি চার মারার রেকর্ড এতদিন কোহলির দখলে ছিল। সেই রেকর্ডই ভাঙলেন পল।

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তে আয়ার্ল্যান্ডের ইনিংস চলাকালীন দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই স্টার্লিং চার মেরে কোহলিকে ছুঁয়ে ফেলেন। পরের বলেই আরও একটি চার মেরে টি-টোয়েন্টিতে সব থেকে বেশি চার মারার রেকর্ডের পাশে নিজের নাম লিখে ফেলেন আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং।

আমিরাতের বিরুদ্ধে ৩৫ বলে ৪০ রান করেন স্টার্লিং। যার মধ্যে ছিল চারটি চার। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ২৮৫টি চার। আমিরাতের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচের পর স্টার্লিংয়ের ঝুলিতে রয়েছে ২৮৮টি চার। টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি চারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। টি-২০ ক্রিকেটে তিনি ২৫৬টি চার মেরেছেন।



বিষয়: ক্রিকেট


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top