করোনা থেকে সুস্থ বাদল, আক্রান্ত আসলাম ও বাবলু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০ ২৩:৩৮; আপডেট: ৩০ আগস্ট ২০২০ ২৩:৫০
-2020-08-30-17-37-46.jpg)
বিশ্বমহামারী করোনাভাইরাসে আক্রান্ত দেশের সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের সহ-সভাপতি বাদল রায় করোনামুক্ত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) বিকালে তিনি করোনা মুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হন।
সাবেক এই ফুটবলার সুস্থ হলে ও আক্রান্ত হয়েছেন আরেক সাবেক ফুটবলার শেখ মো. আসলাম।
দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বাদল রায়। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন ‘এখন পুরোপুরি স্বস্তি লাগছে। কিছুক্ষণ আগে নেগেটিভ রিপোর্ট পেলাম। মনে সাহস রাখলে ও সচেতন থাকলে করোনাকে সহজেই জয় করা যায়।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরেক ফুটবলার বাদল রায়ের সতীর্থ হাসানুজ্জামান খান বাবলু।ফুসফুসে সামান্য সমস্যা দেখা দেয়ায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে স্ত্রী, মেয়ে, শাশুড়িসহ করোনায় আক্রান্ত হয়েছেন শেখ মো. আসলাম। বর্তমানে বাসাতেই কোয়ারেন্টিনে রয়েছেন তারা।
- খবর-যুগান্তর
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: