চেলসির রক্ষণভাগের ভরসা 'সিলভা'

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৩; আপডেট: ১২ মে ২০২৪ ১১:০৫

থিয়াগো সিলভা (ফাইল ছবি)

ফুটবলে রক্ষণভাগের এক অতন্দ্রপ্রহরী ব্রাজিলিয়ান তারকা থিয়াগো সিলভা। এবার সেই সিলভার উপরই নিজেদের রক্ষণভাগের দায়িত্ব দিতে চান ইংলিশ ক্লাব চেলসি।

পিএসজি থেকে এই তারকাকে উড়িয়ে আনার পরে ও দলটির রক্ষণভাগকে দুর্বল ভাবছেন চেলসির সাবেক তারকা ক্রেইগ বার্লি। যে জন্য থিয়াগো সিলভাকে একাই রক্ষণভাগ সামলাতে হবে এবং তার ওপর বেশ চাপ যাবে বলে মনে করছেন তিনি।

বার্লি সিলভার উপর দায়িত্বের বোঝার পরিমান উল্লেখ করতে গিয়ে বলেন, থিয়াগো সিলভাকে অক্সিজেন মাস্ক পরে নামতে হবে।

চেলসি যেভাবে তাদের নতুন দল সাজিয়েছে সেখানে আক্রমণভাগের সবাই অতি আক্রমণাত্মক। নিচের দিকে নেমে খেলতে অভ্যস্ত নন তারা।

টিমো ওয়ের্নার, হাকিম জিয়েচ ও কাই হ্যাভার্ৎজকে দিয়েই সাজানো আক্রমন ভাগের কেউ রক্ষণাত্মক খেলেন না।

সিলভার উপর আক্রমন ও রক্ষণভাগের ভারসাম্য করার দায়িত্ব থাকার কথা বলেন বার্লি। তিনি বলেন ‘থিয়াগো সিলভার নিশ্চিতভাবেই অক্সিজেন মাস্কের প্রয়োজন পড়বে। কারণ দলে শুধু এনগোলো কান্তের রক্ষণাত্মক স্কিল রয়েছে। ফলে আক্রমণ ও রক্ষণের ভারসাম্য আনতে বেগ পোহাতে হবে ল্যাম্পার্ডকে। অনেক দৌড়াতে হবে সিলভাকে।’

মাঠে থিয়াগো সঙ্গী হিসেবে পাবেন শুধু কান্তেকে। বার্লি বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত আক্রমণাত্মক ছিলেন ম্যাসন মাউন্ট। এবার দলে রয়েছেন কাই হ্যাভার্ৎজ, ওয়ের্নার, জিয়েচ ও পুলিসিচ। তারা সবাই আক্রমণভাগের খেলোয়াড়। ফলে শুধু কান্তেই বাকি থাকেন। তিনি ছাড়া আর কাউকে রক্ষণাত্মক দায়িত্ব পালনের জন্য দেখছি না। সে ক্ষেত্রে থিয়াগো সিলভার সঙ্গী কান্তেই। তাই সিলভাকে নিশ্চিতভাবে অক্সিজেন মাস্ক পরে খেলতে হবে।’

চেলসি সর্বপ্রথম ব্রাইটনকেই মোকাবেলা করবে নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে। যা শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর। গত মৌসুমে চতুর্থ অবস্থানে থেকে লিগ শেষ করেছিল চেলসি। তথ্যসূত্র: গোলডটকম

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top