আইপিএলে যায়গা পাননি টি-টোয়েন্টির দুই সেরা অল-রাউন্ডার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৯; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:৩২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের দুই সেরা অল-রাউন্ডারকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলামে কোনও দলই আগ্রহ দেখাল না। আইসিসির টি-টোয়েন্টি অল-রাউন্ডার র‍্যাংকিংয়ের এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, দুই নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

নিলামে অল–রাউন্ডার ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে, ২০১৮ ও ২০১৯ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ এবং সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা অভিজ্ঞ সাকিবকে নিলামে তোলা হলে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে সঞ্চালক হতাশা নিয়ে আনসোল্ড ঘোষণা করেন।

৯ আসরে সাকিব ব্যাট হাতে ৭১ ম্যাচে করেছেন ৭৯৩ রান, রয়েছে দুটি ফিফটি। ওভার প্রতি ৭.৪৩ ইকনোমিতে রান দিয়ে নেন ৬৩টি উইকেটও।

অন্যদিকে মোহাম্মদ নবীরও একই অবস্থা। ২০১৭ সাল থেকে টানা ৫টি আসর খেললেও এবার কোনও আগ্রহ ছিল না তাকে নিয়ে। যদিও আইপিএলে নবীর পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না। পাঁচ আসরে ১৭ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৫.০০ গড়ে করেন ১৮০ রান। বল হাতে ১৩ উইকেট নেন ওভার প্রতি ৭.১৩ করে রান দিয়ে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top