নিজেদের ব্র্যান্ড ক্রিকেট খেলেই আফগানিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৫; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২২:০৭

ফাইল ছবি

আইসিসি সুপার লীগের অংশ আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে সহজ পরিকল্পনায় হারাতে চায় বাংলাদেশ।

চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আজ বলেন, ‘আমাদের একটি সহজ পরিকল্পনা এবং আমরা এটি অনুসরণ করবো। আশা করি এই সহজ পরিকল্পনার মাধ্যমেই তাদেরকে সিরিজে হারানো সম্ভব হবে।’

মিরাজের মতে, সহজ পরিকল্পনার অর্থ হল, দীর্ঘদিন যাবত অনুসরন করে আসা ব্র্যান্ডের ক্রিকেট খেলা।

ওয়ানডে ফরম্যাটে সব সময়ই একটি শক্তি দল বাংলাদেশ, তাই আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হয়েই শুরু করবে।

মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা সব সময়ই ভালো। আমরা এই ফরম্যাটের জন্য ক্রিকেটের একটি ব্র্যান্ড সেট করেছি এবং সন্দেহ নেই, আমরা আবার এটি অনুসরণ করার চেষ্টা করবো। তবে বলছি না, আমরা সিরিজের সব ম্যাচই সব জিতবো। আমাদের প্রথম টার্গেট সিরিজ জয়, পরে দেখা যাবে কি হয়।’

আইসিসি ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত চারটি সিরিজে ১২টি ম্যাচের মধ্য আটটিতে জিতেছে বাংলাদেশ। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়েতে দুটি সিরিজ খেলেছে টাইগাররা। জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করলেও নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ হয় তারা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয় ও শ্রীলংকাকে ২-১ ব্যবানে হারায় টাইগাররা।

বাংলাদেশ যদি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারে তবে, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি খেলার পথে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দুর্দান্ত দল হলেও, তাদের জন্য কাজটা সহজ হবে না।

দুই দলের মধ্যে হেড টু হেড লড়াইয়ে আট ম্যাচে বাংলাদেশ ৫-৩ ব্যবধানে এগিয়ে আছে। সর্বশেষ দু’টি ম্যাচও জিতেছে বাংলাদেশ। এরমধ্যে ২০১৮ সালের এশিয়া কাপে ৩ রানে এবং ২০১৯ বিশ্বকাপে ৬২ রানে জয় পেয়েছিলো টাইগাররা। কিন্তু আফগানদের কাছে হারলেও, ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশকে।

আইসিসি ওয়ানডে সুপার লিগে এখনও অপরাজিত আফগানিস্তান। ৬ ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে তারা। তবে আফগানদের সিরিজগুলো ছিলো র‌্যাংকিংয়ের তলানীর দল আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় অনেক এগিয়ে নিবে আফগানিস্তানকে।

এইএ সব কারণ এই সিরিজটি টাইগারদের জন্য অনেক বেশি গুরুত্ব¡পূর্ণ বলে মনে করেছেন মিরাজ। সব বিভাগেই জ¦লে উঠতে চান তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে হবে আগামী ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ শুরু সকাল ১১টয়।

এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলার জন্য ঢাকায় ফিরবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলাদেশ স্টেডিয়ামে টি-টোয়েন্টি দু’টি হবে ৩ ও ৫ মার্চ। ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top