রাবিতে হিজল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১৯ মার্চ ২০২২ ০৪:২৯; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০২:৩১
-2022-03-18-18-28-43.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে হিজল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয় জুবেরী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ১৮ তম ব্যাচের সাথে ১৯ তম ব্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ১৮ তম ব্যাচ টসে জিতে ব্যাটে নেমে নিধারিত অভার শেষে ৯০ রান সংগ্রহ করে। জবাবে ১৯ তম ব্যাচ সব কয়টি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। ফলে ৯ রানে বিজয়ী হয় ১৮ তম ব্যাচ।
এ সময় মাঠে বসে খেলা উপভোগ করেন বিভাগের সিনিয়র শিক্ষক, প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, তাহমিনা নাজনীন, সহকারী অধ্যাপক অভিজিৎ রয়, প্রভাষক রাদিয়া আওয়াল তিশা, মাহমুদা ফাতেমাসহ বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় দুইশতাধীক শিক্ষার্থী।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় জুবেরী মাঠে অনুষ্ঠিত নৃবিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ৬টি দলের সমন্বয়ে গ্রুপ ‘এ’ ও ‘বি’তে বিভক্ত হয়ে এই খেলাই অংশগ্রহণ করে।
আপনার মূল্যবান মতামত দিন: