সিরাজগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের নামে মামলা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২২ ০৫:১৪; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০১:৩৬

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা কাজে বাঁধা ও পুলিশকে মারধরের অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া মডেল থানায় উপপরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে এ মামলা করেন। মামলার ৬ আসামি হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনসুর ও শাওন, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির, যুবলীগের সুমন এবং ঘোষগাঁতী মহল্লার সানি ও সবুজ।

গত বুধবার (২৭ এপ্রিল) রাতে উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগের কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার, যুগ্ম সম্পাদক জাকির, ছাত্রলীগ নেতা শাওন ও মনসুর গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক (তদন্ত) এনামুল হক, কনস্টেবল মতিয়ার রহমান ও সুজাউদ্দৌলা হামলার স্বীকার হন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ছাত্রলীগের নেতাকর্মী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪শ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই সংঘর্ষে ছাত্রলীগ আহতের ঘটনায় তাদের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top