৬টি প্রতিষ্ঠানের সাথে মহিলা পলিটেকনিকের চুক্তি সাক্ষরিত

সেমিনারে কারিগরি শিক্ষার দূর্বল দিক দূর করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুন ২০২৩ ০০:০৬; আপডেট: ১৮ জুন ২০২৩ ০০:০৭

অধ্যক্ষ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত অতিথিবৃন্দ।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী (১৪-১৮ জুন) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে উদযাপিত হচ্ছে। 

আজ শনিবার ইনস্টিটিউটে  “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয়” শীর্ষক এক সেমিনার এবং স্কিলস কম্পিটিশন-২০২৩ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন, ইনস্টটিউিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস এর রাজশাহী জেলা শাখার সভাপতি  মোঃ আমিনুল হক। সেমিনার শেষে ৬টি শিল্প প্রতিষ্ঠানের সাথে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়।

 ৬টি শিল্প প্রতিষ্ঠানের সাথে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সমঝোতা চুক্তি সাক্ষার করছেন অধ্যক্ষ মোঃ ওমর ফারুক

সেমিনারে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয়” শীর্ষক পেপার প্রেজেন্টেশনের পাশাপাশি আরোও একটি  TVET Enrolment Current Trends and Strategies to Build Smart Bangladesh শীর্ষক সেমিনার পেপার উপস্থাপন করা হয়। সেমিনার পেপার উপস্থাপন করেন যথাক্রমে আবু নাসির মুহাম্মদ সিদ্দিক হোসেন, লাইব্রেরিয়ান ও এস এম তাহমিদ সাদিক, ইন্সট্রাক্টর (টেক/ইলেকট্রনিক্স) রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। সেমিনার পেপারে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষা কি ভূমিকা রাখতে পারে তাহার বিভিন্ন দিক তুলে ধরেন, পাশাপাশি কারিগরি শিক্ষার এনরোলমেন্ট বৃদ্ধির ক্ষেত্রে কি কি করণীয় আছে তা উল্লেখ করেন।

বিশেষ অতিথি বক্তব্যে মোহাঃ নাসির উদ্দীন, জেলা শিক্ষা অফিসার, রাজশাহী বলেন কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে দূর্বল আছে তা দূর করার তাগিদ দেন। ইনস্টটিউিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস এর রাজশাহী জেলা শাখার সভাপতি  মোঃ আমিনুল হক বলেন উন্নত বিশ্বের মতো বাংলাদেশ কে কারিগরি শিক্ষায় আরো অনেকদূর যেতে হবে। তিনি আরোও উল্লেখ করেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষা ব্যাপক ভূমিকা রাখতে পারে।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রোগ্রমার, এ্যাসেট প্রজেক্ট, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা। তিনি বর্তমান সরকারের কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করেন এবং এ্যাসেস্ট প্রজেক্ট কর্তৃক রাজশাহী অঞ্চলসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে কি কি কাজ করা হবে তা তুলে ধরেন।
পেপার উপস্থাপন শেষে মোঃ আব্দুল মোমেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রাজশাহী, ড. আবদুল্লাহ আল ফিরোজ, সহকারী পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, রাজশাহী, প্রকৌশলী এস.এম ইমদাদুল হক, অধ্যক্ষ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, রাজশাহী, জনাব মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, রাজশাহী বক্তব্য/ মতামত প্রদান করেন। বক্তাগণ কারিগরি শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাহারা কারিগরি শিক্ষা গুণগত মান বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। মডারেটর হিসেবে অধ্যক্ষ, মোঃ ওমর ফারুক সেমিনার সঞ্চালনা করেন। সেমিনার শেষে ৬টি শিল্প প্রতিষ্ঠানের সাথে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়।

দিন ব্যাপি আয়োজনে অতিথিবৃন্দ স্কিলস কম্পিটিশনে অংশগ্রহণকৃত বিভিন্ন শিক্ষার্থীর ইনোভেশন, স্কিলস, বিভিন্ন আইডিয়া সমূহ ঘুরে ঘুরে দেখেন। প্রতিযোগিতায় ১৫টি প্রজেক্ট প্রদর্শিত হয়। এতে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিনে শেষে Smart Voice Control System with Artificial Intelligences প্রজেক্টটি ১ম স্থান, DOERS, International Online Marketplace Web Application প্রজেক্টটি ২য় এবং Mango Delight প্রজেক্টটি ৩য় স্থান অধিকার করে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top