রাবিতে বগুড়া জেলা সমিতির আহ্বায়ক কমিটির মধ্যে দিয়ে যাত্রা শুরু

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৩; আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৪

- ছবি - ইন্টারনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা সমিতি"র সম্মিলন, নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পথচলার নবসূচনা উদিত হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে বগুড়া জেলার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তনীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ইমিরেটাস অধ‍্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ইবি উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ও র‍্যালীর মাধ‍্যমে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে ফটোসেশন অনুষ্ঠিত হয়। এরপর মিলনায়তনে পবিত্র কুরআন পাঠ ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। নবীন,বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, শিক্ষকবৃন্দের বক্তব্য ও অতিথিবৃন্দের বক্তব্যের মাধ‍্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। এছাড়াও নবীন, বিদায়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বগুড়া জেলা সমিতির গঠনতন্ত্র পাঠ ও আলোচনার পর "হ্যাঁ" ভোটের মাধ্যমে 'গঠনতন্ত্র' পাশ হয় এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১১ সদস‍্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি দুই মাসের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আহ্বায়ক কমিটির প্রধান সাবেক ইবি উপাচার্য (অব.) প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। সহ-আহ্বায়ক প্রফেসর ড. সি এম মোস্তফা (অব:) অধ‍্যাপক, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ, রাবি ও প্রতিষ্ঠাতা সভাপতি, ম‍্যাটারিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, রাবি আহ্বায়ক অন্যান্য সদস্যবৃন্দ : প্রফেসর ড. মো. আনোয়ারুল কবীর ভূঁইয়া; সভাপতি, ম‍্যাটারিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, রাবি প্রফেসর ড. মো. আনিসুর রহমান, প্রাণিবিদ‍্যা বিভাগ, রাবি প্রফেসর ড.ফৌজিয়া এদিব ফ্লোরা, ফিশারিজ বিভাগ, রাবি প্রফেসর ড. নূরুল আলম, ক্রপ সাইন্স এন্ড টেকনোলজি বিভাগ, রাবি আব্দুল্লাহ আল মারুফ, শিক্ষাথী; ফার্মেসি বিভাগ, রাবি মো. জুয়েল রানা, শিক্ষার্থী ; বাংলা বিভাগ, রাবি মো. জান্নাতুল ফেরদৌস তানভীর, শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, রাবি এম. এ সাদিক, শিক্ষার্থী ; প্রাণিবিদ‍্যা বিভাগ, রাবি এম এইচ জেমস, শিক্ষার্থী; লোক প্রশাসন বিভাগ।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে নাচ,গান, কবিতা আবৃত্তি ও রম‍্য অভিনয়ের মধ্য দিয়ে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top