নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২৫ ২১:৫৩; আপডেট: ১২ মার্চ ২০২৫ ০০:৫১

জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত ও মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষনে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাসি চাই’, ‘ধর্ষণের বিচার মৃত্যুদন্ড দেওয়া হোক’, ‘আমি মেয়ে আমি অবহেলিত না’, ‘আশ্বাসস নয় আইনের বাস্তবায়ন চাই’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে উপস্থিত হয়।
মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, মাগুরায় একটি ছোট্ট শিশুকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। বিচারহীনতার কারণে বিভিন্ন সময়ে ধর্ষণকারীরা পাড় পেয়ে যায়। ফলে বারবার এমন ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে দেশে ধর্ষণের পরিমাণ কমে যাবে।
তখন আর কেউ ধর্ষণ করার সাহস করবে না। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে মাগুরায় শিশু ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। এর পাশাপাশি সরকারের কাছে নারীসহ সকল মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।
সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের জুলাই আন্দোলনে নারীরা প্রথম সাড়িতে ছিলো। যেকোন ন্যায়সঙ্গত আন্দোলনে সবসময় নারীরা এগিয়ে থাকে। কিন্তু আমাতের সমাজে আজ নারীরাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় আছে। দেশে ও সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশ আগাবে না।
ধর্ষক নামের নরপশুরা শিশুকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে দেখছি না। আমাদের সাত বছরের শিশু বোন মাগুরা শহরে ধর্ষণের শিকার হয়েছে। যদি ধর্ষকদের যথাযথ শাস্তি দেয়া হতো তাহলে কোনো ধর্ষণ হতো না। বর্তমান সরকার ধর্ষণসহ অন্যান্য অন্যায় কর্মকাণ্ডের যথাযথ পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।
আপনার মূল্যবান মতামত দিন: