বিসিএস পরীক্ষার্থীদের আজ ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫ ১৩:২১; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১১:০৪

- ছবি - ইন্টারনেট

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। এই লক্ষ্যে গতকাল বুধবার তারা প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

দাবি আদায়ে পরীক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণা দেন এবং কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে, গতকাল পরীক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে স্মারকলিপি জমা দেন। গত মঙ্গলবার রাতে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁও পিএসসি ভবন থেকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত গিয়েছিলেন, যেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

তারও আগে, গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেলে পিএসসির প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে আলোচনা করলেও কোনো সমাধান আসেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন যে পিএসসি তাদের অবস্থানে অনড় রয়েছে।

পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ এবং নিরাপত্তার বিষয় বিবেচনা করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের মূল দাবি হলো ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা এবং এর আগে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন করা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top