রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তিতে মাহমুদুর রহমান
তত্ত্বাবধায়ক সরকার না থাকলে সরকার দানব হয়ে ওঠে
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ১৫:১৪; আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৭:০৯
আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, গণতন্ত্র যদি প্রাতিষ্ঠানিক রূপ পেতে চাই বাংলাদেশে তাহলে তত্ত্বাবধায়ক সরকারটা লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে আপনি গণতন্ত্র রাখতে পারবেন না সেটা ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে একটা সরকার যে দানব হয়ে ওঠে তা আমরা দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে আপনার জবাবদিহিতা থাকবে না। আপনি যদি জানেন যে আমাকে কেউ সরাতে পারবে না তাহলে ক্রমাগতভাবে আপনি ফ্যাসিস্ট হয়ে উঠবেন। তত্ত্বাবধায়ক সরকার থাকলে অন্তত একটা ভয় থাকে যে পাঁচ বছর পর পর জনগণের কাছে যেতে হবে।
আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষ্যে সিনেট ভবনে আয়োজিত "জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম; স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা" শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আজকে একটা ভালো দিন, ভালো দিন এই জন্য যে আজকে বাংলাদেশের উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল হয়েছে।
গণতন্ত্র যদি প্রাতিষ্ঠানিক রূপ পেতে চাই বাংলাদেশে তাহলে তত্ত্বাবধায়ক সরকারটা লাগবে। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে একটা সরকার যে দানব হয়ে ওঠে তা আমরা দেখেছি। আমরা যদি গত ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের দিকে দেখি তাহলে দেখবো যে গত তিন নির্বাচনেই ক্ষমতারশীল সরকার পরাজিত হয়েছে। সুতরাং যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা কাজ করে শুধুমাত্র যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে।
তাই আমরা চাই এই সরকার একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করুক এবং আমরা জানি যে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে তার রোডম্যাপ দেওয়া আছে। আমরা আশা করব আগামী ফেব্রুয়ারীর নির্বাচনের যে সরকারি ক্ষমতায় আসুক না তারা যেন জুলাই সনদ একসেপ্ট করে। জুলাই সনদ একসেপ্ট করলেই আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে যাব।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে আবার নতুন করে কোন সম্রাট বা সম্রাজী চাইনা। একজন সাম্রাজী দেখেছি এনাফ। একজন সাম্রাজ্যের মাধ্যমে এই বাংলাদেশ থেকে এই সম্রাট এবং সম্রাজী কালচার এবং রাজ পরিবার কালচারের পরিসমাপ্তি ঘটে। এটাই আমার প্রত্যাশা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে।
সভায় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হকসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: