প্রখ্যাত কথাসাহিত্যক হাসান আজিজুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১ ১০:২৬; আপডেট: ১২ মার্চ ২০২৫ ২২:১৫

প্রয়াত কথা সাহিত্যক হাসান আজিজুল হক।

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। রাজশাহীর নিজ বাড়িতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান।

দীর্ঘদিন থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে তাঁকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেই দিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। বেশকিছু দিন চিকিৎসা শেষে গত ১০ সেপ্টেম্বর তিনি ফেরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপাই-এর আবাসিক এলাকা ‘বিহাস’-এর নিজ বাড়ি ‘উজানে’।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং দীর্ঘ ৩১ বছর অধ্যাপনা শেষে ২০০৪ সাল অবসর গ্রহণ করেন।

১৯৬০-এর দশকে তিনি কথাসাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেন। ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে এবং সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তাকে একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে 'সাহিত্যরত্ন' উপাধি দেওয়া হয়। সর্বশেষ ২০১৯ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top