রাবিতে শুরু হতে যাচ্ছে সাপ্লাই চেইন রিসার্চ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১ ০৪:৫৬; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম) ও রাবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ ২.০। বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম) ও রাবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত হবে প্রতিযোগিতাটি।

শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে আরইউসিসি'র সভাপতি চার্লস অপু ফলিয়া জানান, সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ এর মাধ্যমে শিক্ষার্থীরা সাপ্লাই চেইন সম্পর্কে নিবিড়ভাবে জানতে পারবে এবং গবেষণায় নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে। প্রতিযোগিতার মূল আকর্ষণ হিসেবে থাকবে ইন্টারন্যাশনাল জার্নাল 'সাপ্লাই চেইন ইনসাইডার'এ রিসার্চ পেপার প্রকাশের সুযোগ। প্রতিযোগিতার প্রথম ২০ টি টিমের রিসার্চ পেপার সেখানে প্রকাশিত হবে বলে জানান তিনি।

তিনি জানান, যেকোনো বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবিধা পাবে। প্রতিযোগিতায় দুইটি রাউন্ড থাকবে। চলতি মাসের ৫ তারিখ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার নিবন্ধন নতুন বছরের ৩ জানুয়ারী শেষ হবে। প্রতিযোগিদের আগামী ৪ মার্চের মধ্যে রিসার্চ পেপার জমা দিতে হবে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ফলাফল আগামী ৩ এপ্রিল প্রকাশিত হবে। এবং এপ্রিল মাসেই রাবিতে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

লিখিত বক্তব্যে সভাপতি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ৩ থেকে ৫ সদস্যের দল গঠন করতে হবে এবং অংশগ্রহণমূলক ফি হিসাবে ১হাজার ২০ টাকা প্রদান করতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারীকে স্টুডেন্ট আইডি কার্ডের একটি স্ক্যান কপি জমা দিতে হবে। এবং প্রতিযোগিরা চাইলে, রাবি ক্যারিয়ার ক্লাব কর্তৃক স্থাপিত নির্দিষ্ট বুথে এসে টাকা প্রদান করে ফরম পূরণ করতে পারবে।

পুরষ্কারের বিষয়ে তিনি বলেন, প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৫০ হাজার, ১ম রানারআপ দলকে ৩০ হাজার ও ২য় রানারআপ দলকে ২০ হাজার টাকা নগদ প্রদাণ করা হবে। সেই সাথে প্রথম ৬০ টিমের জন্য থাকছে বিআইএইচআরএম সাপ্লাই চেইনের সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (এসসিইএম) অথবা এসোসিয়েট চার্টার্ড সাপ্লাই চেইন প্রোফেশনালস (এসিএসসিপি)'র কোর্সের উপর প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা সমমানের স্কলারশিপ।

সংবাদ সম্মেলনে রাবি উপ-উপাচার্য ও ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, আরইউসিসি'র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক স্বপ্নিল রহমান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'র সহকারী পরিচালক এম আব্দুল আলিম এবং মুনিরা জান্নাতুল কোবরা, বিআইএইচআরএম'র প্রধান প্রোগ্রাম পরিচালক সাইফুদ্দীন আহমেদসহ আরইউসিসি'র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top