রাবিতে দ্বিতীয় দফায় বাড়ল ভর্তির সময়সীমা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১ ২২:৫৪; আপডেট: ১২ মার্চ ২০২৫ ১০:৩৯

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম দ্বিতীয় দফায় বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। আসন ফাঁকা থাকায় ভর্তি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। তবে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর থেকেই শুরু হবে একাডেমিক কার্যক্রম।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের বিভাগে আসন ফাঁকা থাকা সাপেক্ষে দ্বিতীয় দফায় ভর্তির সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেননা, অনেকে ভর্তি হয়েও অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে চলে গেছে। ফলে এখনো অনেক সিট ফাঁকা হয়েছে বলে জানান এই প্রশাসক।

এর আগে, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম গত ২৯ নভেম্বর থেকে বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। আর একাডেমিক কার্যক্রমের সময় ১ ডিসেম্বরের বদলে ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top