পেছানো হল মেডিকেলের মাইগ্রেশনের পূর্ব নির্ধারিত সময়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১ ০৬:২৬; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১০

ফাইল ছবি

পেছানো হল দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের স্থগিত হওয়া মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল (২০ ডিসেম্বর) সোমবার হালনাগাদকৃত তালিকা প্রকাশের কথা থাকলেও তা পেছানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন করে বিডিএস এর মাইগ্রেশনের তালিকা তৈরির কাজ শুরু করায় এমবিবিএস এর মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময় পেছানো হয়েছে। এমবিবিএস এবং বিডিএস এর হালনাগাদকৃত মাইগ্রেশনের তালিকা একসাথে প্রকাশ করবে অধিদপ্তর।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, বিডিএস এর বেশ কিছু আসন ফাঁকা হওয়ায় তাদের তালিকাও হালনাগাদ করা হচ্ছে। সেজন্য আগামীকাল এমবিবিএস এর মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা সম্ভব হবে না। আমরা দুটো তালিকা একসাথে প্রকাশ করবো।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এমবিবিএস কোর্সের হালনাগাদকৃত তালিকা এখনো পাঠায়নি বুয়েট। বিডিএস এর মাইগ্রেশনের তালিকা তৈরির পর একসাথে এটি পাঠানো হবে।

সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার (২১ ডিসেম্বর) হালনাগাদকৃত তালিকা পাঠাতে পারে বুয়েট। এরপর বুধবার (২২ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব জানান, দুটো মাইগ্রেশনের তালিকা একসাথে প্রকাশ করায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।

তথ্যমতে গত ২৯ নভেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। তবে প্রকাশিত তালিকা নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করায় গত ১ ডিসেম্বর মাইগ্রেশন স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

প্রসঙ্গত, সারা দেশের সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এরমধ্যে ৪৫টি আসনে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। আর ভর্তি বাতিল করেছে ২৮৯ জন। সব মিলিয়ে ৩৩৪ জন শিক্ষার্থীর প্রথম দফার মাইগ্রেশন হবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top