চলে গেলেন রাবির সাবেক শিক্ষক আব্দুর রউফ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২ ০৫:২২; আপডেট: ১২ জানুয়ারী ২০২২ ০৫:২৪
-2022-01-11-18-22-05.jpg)
একাত্তরের এক অনন্য অকুতোভয় যোদ্ধা, ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আব্দুর রউফ মৃত্যুবরণ করেছেন।
সোমবার রাত ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. কুদরত-ই-জাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আব্দুর রউফ ১৯৪৪ সালের ১লা সেপ্টেম্বর সাতক্ষীরার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাবির রসায়ন বিভাগ থেকে ১৯৬৭ সালে বিএসসি ও ১৯৬৮ সালে এমএসসি সম্পন্ন করেন। পরের বছর, ১৯৬৯ সালে নিজ বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৪২ বছর শিক্ষকতা শেষে ২০১১ সালে অবসরে যান তিনি। আজ বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা শেষে তাঁকে বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন করা হবে।
প্রাক্তক এই শিক্ষকের মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম গভীর শোক প্রকাশ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: