সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০১:১৭; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২১:২৪
                                রাজশাহীতে বাইক নিয়ে ছিনতাইকারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ছিনতাই হওয়া কিছু জিনিস পত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম প্রাথমিক ভাবে গোপন রাখা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন আরএমপি পুলিশের মিডিয়া মুখপাত্র রুহুল কুদ্দস।
তিনি জানান, নগরীতে বিভিন্ন সময় বাইক নিয়ে ছিনতাই এর ঘটনাকে কেন্দ্র করে ও সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রের একজন কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছে থেকে ছিনতাইকরা কিছু ব্যগপত্র উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামীর দেওয়া তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য আসামীদের পরিহিত জ্যাকেট উদ্ধার করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এনএস

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: