রাজশাহীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ০৫:৫৩; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২১:২৬
                                রাজশাহীতেও নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। প্রথমবারের মত জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। কর্ম সূচীর মধ্যে ছিলো সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘৭ মার্চ : স্বাধীনতার জীয়নকাঠি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
সভা শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয়জনকে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক দিবসটি উদযাপন করা হয়।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: